ঝিনাইদহ সদর উপজেলা থেকে আবদুল আলীম নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার পোড়াহাটি গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি হরিণাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামে।
গত কয়েকবছর ধরে তিনি পোড়াহাটি গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। পেশায় ইলেকট্রনিক্স মিস্ত্রি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে আলীম বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়ি ফেরেননি। শনিবার সকালে মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে ময়নাতদন্তের পর জানা যাবে।
ওসি জানান, এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি বা পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।