বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডোবায় দুই শিশুর মরদেহ: অপমৃত্যু মামলা

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ১৪:২২

বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কুমার খোদা আবাসন প্রকল্প এলাকার একটি ডোবা থেকে শিশু মো. হাবিব (১০) ও মো. ইব্রাহিম (১২) এর মরদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি লিজ নেয়া জায়গায় ডোবাটি খোঁড়েন মাহবুব আলম। 

ঢাকার সাভারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

শুক্রবার রাতে সাভার মডেল থানায় নিহত দুই শিশুর বাবা অপমৃত্যু মামলা করেন।

এর আগে শুক্রবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কুমার খোদা আবাসন প্রকল্প এলাকার একটি ডোবা থেকে শিশু মো. হাবিব (১০) ও মো. ইব্রাহিম (১২) এর মরদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি লিজ নেয়া জায়গায় ডোবাটি খোঁড়েন মাহবুব আলম।

নিহত ইব্রাহিমের বাবা রুহুল আমিন নিউজবাংলাকে বলেন, ‘গতকাইলকা ২টা বাজে নামাজ পড়তে গেছিলো। আমিতো আছিলাম বাইরে। পরে হুনছি পানিতে পইরা আমার পোলা মারা গেছে। আমার ছেলে মারা গেছে এহন আর এইডা কাঁটাছেড়া করুম? ঝামেলার ব্যাপার-সেপার এডি, দরকার নাই। এডার কোন অভিযোগ করা হয় নাই। এইডা ঘইটা গেছে এহন কী করবো? আল্লাহ হায়াত শ্যাষ করছে, কিছুই করার নাই।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আন ন্যাচারাল ডেথ হলে ‘ইউডি’ মামলা হয়। দুই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।’‘আমার ছেলে পানিতে পড়ে যায়, পরে আমরা উদ্ধার করলে মারা যায়’ তারা এভাবে অভিযোগ দিয়েছেন। আমরা মামলা নিয়েছি। ডোবাটি অপরিকল্পিতভাবে খোঁড়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো খবর