সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রুপের হামলা-সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের সদামারা গ্রামে মজিবর মোল্লা ও ঠান্ডু প্রামাণিক গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, সদামারা গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মজিবর মোল্লা ও ঠান্ডু প্রামাণিকের মধ্যে বিরোধ চলে আসছে। দুপুরে ঠান্ডুর পক্ষের ছবির উদ্দিন প্রামাণিকের ছেলে বেলাল প্রামাণিক বাড়ির পাশের জলাশয়ে গোসল করতে যান। ওই সময় মোল্লার পক্ষের হোসেন আলীর ছেলে ইউনুস তাকে বাধা দেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মোল্লা ও ঠান্ডু পক্ষের লোকজন হাসুয়া, রামদানহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ হামলা সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। এর মধ্যে ফলাবিদ্ধ ও হাসুয়ার কোপের আহত মোল্লা গ্রুপের মজিবর মোল্লা, নজরুল ইসলাম, ইউসুফ এবং প্রামাণিক গ্রুপের জীবন, কবিরুল, হাফিজুলকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।’