কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় রাশেদ মুন্সি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জেলার বরুড়া উপজেলার বেলবুজ গ্রামের আবুল হাসেমের ছেলে।
শুক্রবার বিকেলে কুমিল্লার আদর্শ উপজেলার শাসনগাছা-আলেখারচর সড়কের নোয়াপাড়া হার্ট ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কতোয়ালি থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তানজির হোসেন জানান, ওই যুবক কাজে কুমিল্লা শহরে যাচ্ছিল। অজ্ঞাতনামা কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। চাপা দেয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, স্থানীয়রা অনেকে বলছেন তাকে একটি বাস চাপা দিয়েছে। সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। আর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’