নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে হাতিয়ার টাংকিরচর সংলগ্ন মেঘনা নদী থেকে মো. হাছান (৭) নামের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার হাতিয়ার নলের চরে বিয়ে অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী ট্রলারটি ঢালচর এলাকায় পৌঁছালে মেঘনার তীব্র স্রোতে ডুবে যায়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান জানান, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে সাত জন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
কোস্টগার্ড সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নববধূ, নারী ও শিশুসহ সাত জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল আট জন। তাদের মধ্যে শুক্রবার হাছানের মরদেহ উদ্ধার করা হয়।
এখনও নিখোঁজ সাত জন হলো জাকিয়া বেগম (৫৫), নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩), নিহা (১), আমির হোসেন ও আলিফ (১)।