নওগাঁর মান্দা উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের নেতা কাজি কামরুজ্জামানকে ছুরিকাঘাত করে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার সতীহাট বাজারে।
কামরুজ্জামানের বাড়ি উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। স্থানীয় জিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ধান ব্যবসায়ী।
সতীহাট বাজারের বাসিন্দা মোসলেম উদ্দিন, নুরুল ইসলাম ও মমতাজ হোসেন নিউজবাংলাকে জানান, গণেশপুর গ্রামের কাজি রফিকুল ইসলাম চান্দু ও কাজি রুহুল আমিন রকেটের নেতৃত্বে এ হামলা হয়। হেলমেট পরা আরও ১২-১৩ জন এ হামলায় অংশ নেন। কামরুজ্জামানকে রক্ষা করতে তারা এগিয়ে যেতে চান। কিন্তু হামলাকারীরা তাদের হুমকি দেয়। পরে গুরুতর আহত কামরুজ্জামানের টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
কামরুজ্জামানের স্ত্রী আসমা খাতুন জানান, বাড়ি থেকে ব্যবসায়িক কাজে চার লাখ ৭৫ হাজার টাকা নিয়ে সতীহাটে যান। হামলার পর অজ্ঞান অবস্থায় সতীহাট বাজারের লোকজনের সহযোগিতায় কামরুজ্জামানকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান শুক্রবার বিকেলে জানান, ‘হাসপাতালে গিয়ে আমি কামরুজ্জামানকে দেখে এসেছি। তার চিকিৎসার খোঁজ খবর নিয়ে এসেছি। এ ঘটনায় মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’