নাটোর সদরে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে শিল্পী খাতুন নামে এক প্রতিবন্ধী তরুণীর (৩৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে সদর উপজেলার তেঘরিয়া কদমতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিল্পী গ্রামের মোহাম্মদ চৌধুরীর মেয়ে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার থাকার জন্য মা-বাবার ঘরের পাশে আলাদা ঘর করে দেয়া হয়েছিল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, ভোর ৫টার দিকে শিল্পীর বসতঘরে আগুন লাগে। নিমিষেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে মারা যান শিল্পী।
নাটোর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আকতার হামিদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হতে পারে।
ইউএনও জাহাঙ্গীর আলম জানান, নিহত শিল্পী খাতুনের পরিবারেকে উপজেলা প্রশাসনেরর পক্ষ থেকে ২০ হাজার টাকা, চাল ও কম্বল দেয়া হয়েছে।