নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মো. আরাফাত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
শুক্রবার সকালে ধামগড় ইউনিয়নের মদনপুর লাওসার এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় প্রতিবেশী তোফাজ্জল হোসেন রাব্বি নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
শিশুটির স্বজনরা জানান, ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বের হয় আরাফাত। এরপর আর বাড়ি ফেরেনি সে। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরে থানায় একটি জিডি করা হয়।
তারা আরও জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পুকুরে আরাফাতের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির বাবা রফিকুল বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখন বলতে পারছি না।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া নিউজবাংলাকে জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে৷ হত্যার পর লাশটি পুকুরে ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে৷