বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোররাতে এতিমখানায় আগুন

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ১৫:১৬

শুক্রবার রাত পৌনে চারটার দিকে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নামাজের জন্য ঘুম থেকে ওঠে। ওই সময় খাবারঘরে আগুন জ্বলতে দেখে তারা। এরআগে মাদ্রাসার বাইরে কিছু মানুষের কথাবার্তা শুনতে পায় তারা।

লক্ষ্মীপুর সদর উপজেলার একটি এতিমখানায় আগুন লেগে খাবারঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে।

শুক্রবার ভোররাতে যাদৈয়া গ্রামের আলহাজ্ব মাওলানা আহম্মদ উল্লাহ ছাহেব মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় এ ঘটনা ঘটে। তবে পূর্ব শত্রুতার জেরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত পৌনে চারটার দিকে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নামাজের জন্য ঘুম থেকে ওঠে। ওই সময় খাবারঘরে আগুন জ্বলতে দেখে তারা। এরআগে মাদ্রাসার বাইরে কিছু মানুষের কথাবার্তা শুনতে পায় তারা।

আগুন দেখে প্রাথমিকভাবে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তা নেভানোর চেষ্টা করে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরআগেই খাদ্যদ্রব্য, ফ্রিজ ও আসবাবসহ খাবারঘরটি ভস্মিভূত হয়।

রাস্তা নির্মাণ নিয়ে স্থানীয় সাইফ উদ্দিন, আবদুল মালেক নামের দুই জনের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

মাসখানেক আগে ওই দুই জন মাদ্রাসার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় মাদ্রাসার পরিচালকের করা দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মনির হোসেন জানান, কে বা কারা আগুন দিয়েছে, তারা দেখেননি। তবে রাস্তা নির্মাণ নিয়ে সাইফ উদ্দিন ও আবদুল মালেকের সঙ্গে তাদের বিরোধ রয়েছে।

তাদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে মাদ্রাসার দেয়ালের ওপর থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাইফ উদ্দিন জানান, তিনি ঢাকায় আছেন। মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা তার জানা নেই।

তিনি আরও জানান, তারা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে টাকা পান। সেই টাকা চাওয়ায় তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর মূল কারণ জানা যাবে।

এ বিভাগের আরো খবর