খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় নয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
নিজ কার্যালয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।
তিনি বলেন, রোববার আদালতে অভিযোগপত্রটি তোলা হবে। আসামিদের মধ্যে এক জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে ‘দোষীপত্র’ দেয়া হয়েছে।
অভিযোগপত্রে যাদের নাম এসেছে তাদের মধ্যে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুই জনকে ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।
২৪ সেপ্টেম্বর রাতে জেলা সদরের একটি বাড়িতে হানা দেয় ডাকাত দল। সে সময় বাবা-মাকে আটকে রেখে তাদের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে তারা।
পরদিন সদর থানায় ধর্ষণ ও ডাকাতির দুটি মামলা করেন ওই মেয়ের মা। ওই দিনই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সাত জনকে।
গ্রেপ্তার আসামিরা এরই মধ্যে ধর্ষণ ও ডাকাতির কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।