হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া। তিনি পেশায় এক জন সবজি ব্যবসায়ী। ২০১৯ সালের ১৯ এপ্রিল বিয়ে করেন শেফালী বেগমকে।
জাকারিয়া-শেফালী দম্পতির ঘর আলো করে এসেছে তিনটি ছেলে সন্তান। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন শেফালী। অন্তঃসত্ত্বার ছিল না কোনো ধরনের শারীরিক জটিলতা। নরমাল ডেলিভারির মাধ্যমে ওই রাতেই শেফালীর কোলে আসে তিন শিশু। কিন্তু নবজাতকদের ওজন ছিল কম। তাই মা ও শিশুদের নেয়া হয় স্থানীয় বেসরকারি জেনারেল হাসপাতালে।
শিশুদের বাবা জাকারিয়া নিউজবাংলাকে জানান, তিনি খুবই আনন্দিত। এমন ঘটনা ঘটবে তিনি কল্পনাও করেননি।
জাকারিয়ার মা দিলারা বেগম জানান, এক সঙ্গে তিন নাতি পেয়ে তিনি বেজায় খুশি। তবে দুশ্চিন্তা আছে তাদের লালন পালন নিয়ে।
জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তউহিদ নিউজবাংলাকে বলেন, ‘সুস্থ নবজাতকের ওজন আড়াই কেজি হয়ে থাকে। তবে ওই তিন শিশুর ওজন বেশ কম। প্রসবের পর মা কিছুটা দুর্বল হয়ে পড়েন। বাচ্চারাও কিছুটা দুর্বল। আমরা চিকিৎসা দিচ্ছি।’