ফেনী শহরের রামপুর এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাহমুদা আক্তার শিরিন (২৩) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
শিরিনের বাড়ি দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুরে।
শিরিনের বোন সুলতানা নিউজবাংলাকে জানান, এ বছর ৭ ফেব্রুয়ারি পারিবারিকভাবে রামপুর পাটোয়ারী বাড়ির শাহজালাল শাহীনের সঙ্গে শিরিনের বিয়ে হয়। ফেনী বড় বাজারে শাহীনের পাটোয়ারী টেলিকম নামে একটি দোকান রয়েছে।
বাবার বাড়িঘর না থাকায় বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন শিরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। তারা শিরিনকে বাবার বাড়িতেও যেতে দিত না।
সুলতানা আরও জানান, বৃহস্পতিবার বিকেলে শিরিনের স্বামী শাহীন ফোন করে জানায় যে তার স্ত্রী অসুস্থ এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু তিনি হাসপাতালে গিয়ে দেখেন সেখানে কেউ নেই।
পরে শিরিনের শ্বশুরবাড়ি গিয়ে দেখেন তার বোন ঘরের মেঝেতে পড়ে আছে, স্বামী ঘরে নেই। কী হয়েছে জানতে চাইলে শাহীনের মা ছালেহা খাতুন জানান যে শিরিন রুমের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।
এ সময় শিরিনের শ্বশুরবাড়ির লোকজনের কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেয়া হয়।
শিরিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফেনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ রায় জানান, শিরিনের গলার দুপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।
শিরিনের শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তবে তার স্বামী শাহজালাল শাহীন ও ননদ খোদেজা বেগম পলাতক বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।