পুলিশে কর্মরত ৪৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে নওগাঁ জেলা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনস ড্রিল শেডে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার।
বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার-হারুন-অর-রশিদ, সাবেক উপজেলা কমান্ডার গোলাম সামদানী, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন চিশতিসহ অনেকে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস (ট্রেনিং সেন্টার) অসিত কুমার ঘোষ, সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুনসহ পুলিশ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।
সদর উপজেলার ১৩ জন, সাপাহারের আট, মহাদেবপুরের ছয়, বদলগাছীর পাঁচ, মান্দারের তিন, আত্রাইয়ের তিন, রানীনগর উপজেলার দুই, ধামইরহাটের দুই ও নিয়ামতপুর উপজেলার এক জনসহ পুলিশের ৪৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।