কুমিল্লায় দুই মাদক কারবারির পেট থেকে আড়াই হাজারের বেশি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি বলেন, মাদক কারবারি জামিল হোসেন ও আজিজুর রহমানের পেট থেকে ২ হাজার ৬৩০টি ইয়াবা বের করা হয়েছে। এর আগে তাদের চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের আমতলি এলাকা থেকে আটক করা হয়।র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযানের সময় ওই দুজনকে সন্দেহ হয়। পরে হাসপাতালে নিয়ে তাদের এক্সরে করা হয়। রিপোর্টে পেটের ভেতর স্কচটেপ প্যাঁচানো ক্যাপসুল আকৃতির ৫৪টি প্যাকেট দেখা যায়। পরে ওই প্যাকেটগুলো থেকে আড়াই হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়।
জামিল ও আজিজুর কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সরবরাহ করে আসছিলেন বলে জানান র্যাব অধিনায়ক।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
দিনাজপুরের হাকিমপুরের সাতকুড়ি গ্রামে জামিল হোসেনের বাড়ি আর কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া গ্রামে বাড়ি আজিজুর রহমানের।