বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সপরিবারে বালুর ভাস্কর্য পরিদর্শনে যান৷
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নির্মিত দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তিনি সপরিবারে বালুর ভাস্কর্য পরিদর্শনে যান৷
এ সময় তিনি বলেন, ‘কুষ্টিয়ায় ভাস্কার্য ভাংচুরের বড় জবাব দিল কক্সবাজার। যা শুধু দেশে নয়, পুরো বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। মুজিববর্ষে বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য সাগর তীরে তুলে ধরার উদ্যোগটি প্রশংসনীয়।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।