বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চাইলেন মমতাজ

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১৭:০০

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে শীতার্তদের মাঝে কম্বল, লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মমতাজ ভোট চেয়েছেন।

মানিকগঞ্জ-২ আসনের (সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এবং সদর উপজেলার পুটাইল,ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়ন) সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে শীতার্তদের মধ্যে কম্বল, লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোট চান।

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মো. রমজান আলীর পক্ষে ভোট চান এ সাংসদ।

তিনি বলেন, ‘এখানে (মানিকগঞ্জ) সামনে মেয়র নির্বাচন। আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন। নৌকায় ভোট দিবেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আমরাও আপনাদের পক্ষে আছি ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সময়েও দেশ এগিয়ে যাচ্ছে। কোনো বাধা আমাদের দাবিয়ে রাখতে পারে নাই, পারবেও না। সেই সঙ্গে মহামারি করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য বিএনসিসির সদস্যের প্রতি কৃতজ্ঞতা।’

এ সময় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আমিন, রমনা রেজিমেন্ট কমান্ডার কর্নেল রাহাত নেওয়াজ, বিএনসিসি-৩ এর ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর সোমেন কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নির্বাচনের সময়ে ভোট চাইতে পারেন না। জনসভা বা অনুষ্ঠানের ভোট চাওয়ার প্রশ্নই উঠে না।

‘যেহেতু কেউ অভিযোগ করে নাই, তারপরও নৌকা প্রার্থী মো. রমজান আলীর সাথে কথা বলব। নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে অবহিত করা হবে। প্রমাণ পেলে আইনগত নেয়া হবে।’

আগামী ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন হবে। এ নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মো. আতাউর রহমান আতা প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রমজান আলীর সঙ্গে।

এ বিভাগের আরো খবর