ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নির্মাণাধীন ভবনে বালুচাপা দেয়া অবস্থায় অটোরিকশার চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ছয়বাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই কিশোরের নাম রনি। সে ছয়বাড়িয়ার দুলাল মিয়ার ছেলে।
দুলাল জানান, গত ১১ ডিসেম্বর অটোরিকশা নিয়ে কাজে বের হয় রনি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এ সংক্রান্ত সাধারণ ডায়েরিও করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার ওই ভবনে কাজ করতে গিয়ে মরদেহ দেখে পুলিশে খবর দেন শ্রমিকরা। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, রনিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বালুচাপা দেয়া হয়েছিল।
এখনও খুঁজে পাওয়া যায়নি তার অটোরিকশাটি। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের জন্য রনিকে হত্যা করা হয়েছে।