বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১৫:০৮

দুপুরে নিকলী থেকে সিএনজি অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে ভৈরব আসার পথে ভৈরব–কিশোরগঞ্জগামী একটি ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান নিউজবাংলাকে এ তথ্য জানান।

নিহতরা হলেন নিকলী উপজেলার জালালপুর গ্রামের মো. রবিন (১৬), নোয়া গ্রামের মো. হারিস মিয়া (৫০), আলিয়াপাড়া গ্রামের মতিউর রহমান (৫০)।

আহতরা হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার অটোরিকশাচালক আবদুল খালেক (৪৫), ওই একই উপজেলার জালালপুর গ্রামের মো. ইসমাইল (৩২), মজলিসপুর গ্রামের মো. ফরিদ মিয়া (৩৩)।

ওসি মামুন জানান, দুপুরে নিকলী থেকে সিএনজি অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে ভৈরব আসার পথে ভৈরব–কিশোরগঞ্জগামী একটি ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ তিনটি ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে।

ট্রাক চালক ও তার সহকারী পলাতাক। বিকেলে দুইটি যান থানায় আনা হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর