নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় সাঈদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. জিসান (১২) ও মেট্রো গার্মেন্টসের কর্মী আবদুর রাজ্জাক (৩৫)।
দেয়াল চাপায় আহত হয়েছেন গৃহবধূ শাহিদা বেগম ও পিয়ার আলীর ছেলে হাবিবুর রহমান সাকিব (১৩)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সকালে স্থানীয় সাঈদ মিয়ার বাড়ির নিচতলার একটি রুমের ভেতরে থাকা সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এ সময় ঘরের ভেতর ছিলেন রাজ্জাক, খেলা করছিলে জিসান, সাকিব ও গৃহস্থালির কাজ করছিলেন শাহিদা। বিস্ফোরণে তারা চার জনই গুরুতর আহত হন। হাসপাতালে নেয়া হলে রাজ্জাক ও সাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শাহিদাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও সাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংক পরিষ্কার না করায় গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। বিষয়টি তদন্ত চলছে।