বীর মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে মিষ্টি ও করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা-পুলিশ।
বুধবার থানা এলাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের এসব উপহার সামগ্রী দেয়া হয়। পাশাপাশি থানায় আসা সেবাপ্রার্থীদেরও আপ্যায়ন করা হয় মিষ্টি দিয়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, প্রতিবারের মতো এবারও ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে কোতোয়ালি থানা। গতবার হাজারো পতাকা বিতরণের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়েছিল। এবারের আয়োজনে একটু ভিন্নতা আনা হয়। থানার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে মিষ্টি ও করোনার সুরক্ষা সামগ্রী পাঠানো হয়।
ওসি নিজেই ঘরে ঘরে গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি থানায় আসা সেবাপ্রার্থীদের জন্যও এমন আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এমন আয়োজনের প্রশংসা করেছেন সেবাপ্রার্থীরা। কোতোয়ালি থানা এলাকার বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বলেন, এমন আয়োজন জনগণের পুলিশভীতি দূর করতে সহায়ক হবে।