বরিশালে নিপা আক্তার নামের ১৫ বছর বয়সী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিপা আক্তার বরগুনার তালতলী এলাকার আব্দুল্লাহ নিজামের মেয়ে। অটো চালক আব্দুল্লাহ কাজের সুবাদে কেডিসি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিপার বাবা আব্দুল্লাহ নিজাম জানান, তিন মাস আগে নিপাকে ফুঁসলিয়ে বিয়ে করেন কেডিসি এলাকার বাসিন্দা বাবুর্চি সোহরাব হোসেন (২৮)। বিয়ের পর থেকে তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না পরিবারের। তবে মাঝেমধ্যে যৌতুকের দাবিতে নেশাগ্রস্ত অবস্থায় নিপাকে মারধর করত সোহরাব। দুপুরে নিপার মৃত্যুর খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ দেখেন তারা।
নিপার বাবার দাবি, যৌতুকের জন্যই সোহরাব নিপাকে হত্যা করেছে।
এই ঘটনায় নিপার বাবা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল জানান, পুলিশ গিয়ে মরদেহ বিছানার উপর দেখতে পায়। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, ‘এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। ঘটনা তদন্ত হচ্ছে।’