বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে জানান চবি ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইয়াছিন।
তিনি বলেন, ছাত্রদলের কয়েকজন শহীদ মিনারে ফুল দিতে গেলে ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী অতর্কিতে হামলা চালায়। এ সময় পাঁচজনের কাছ থেকে মোবাইল ফোন সেট ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়েছে। আহতদের হাটহাজারীর আলিফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক হাসান আহমেদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের নেতা ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, স্বাধীনতা বিরোধীদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে। আজকে ছাত্রদল-শিবির জোট হয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা নস্যাৎ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আতিকুর রহমান বলেন, হামলার হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। কেউ অভিযোগও জানায়নি।