বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২০ ১৬:১৯

‘আমার প্রতিপক্ষরা চক্রান্ত করেছে। মাদকের ভিডিওর সত্যতা মিললে পদ থেকে সরে যাব।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুওসুও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালামের জুয়া খেলা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত কয়েকদিন ধরে ফেসবুকের বিভিন্ন পেজে ভিডিওটি দেখা যায়। তবে কে এটি আপলোড করেছে তা জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান ছালাম তার সহযোগীদের নিয়ে জুয়ার আসর বসিয়ে ইয়াবা সেবন করছেন।

এ ব্যাপারে নিউজবাংলা ছালামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষরা চক্রান্ত করেছে। মাদকের ভিডিওর সত্যতা মিললে পদ থেকে সরে যাব।’

কুতুবুদ্দিন নামে এক ইউপি সদস্য অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ইউনিয়ন পরিষদে থাকেন চেয়ারম্যান। তবে বেশিরভাগ সময় দিনে দেখা মেলে না তার। এলাকাবাসীর সঙ্গে খারাপ আচরণেরও অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ ছাড়া তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী ও পঞ্চগড়ের বোদা থানায় ভারতীয় শাড়ি ও ফেনসিডিল চোরাচালানের দুটি মামলা আছে।

গত রোববার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে পাওয়া যায় না।

অনুপস্থিতির কারণ জানতে চাইলে পরিষদের হিসাব সহকারী রবি চন্দ্র বর্মন বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে তিনি হয়তো আসেননি।

ভিডিওর ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, ‘ভিডিওটি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনা সত্যি হলে সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর