নেত্রকোণার মদন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কালাচান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
তার বাড়ি উপজেলার দক্ষিণপাড়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. জামাল উদ্দিন রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
কালাচানের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনের হাওরে আইন বিলে জমি দখল নিয়ে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
তাদের মধ্যে গুরুতর আহত কালাচান, সুজন, নূর মিয়া, আবুল কালাম, হেলাল, জিকুল মিয়া, আশিক ও আক্কাসকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় সাড়ে সাতটায় কালাচান মারা যান।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার পক্ষের লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাজুলের পক্ষের মানিক চার দিন আগে আইন বিলের ১ একর ৪৫ শতাংশ জমিতে বোরোর চারা রোপণ করেন।
মঙ্গলবার দুপুরে রহিছ মিয়া পক্ষের শতাধিক লোকজন ধারালো অস্ত্র নিয়ে ওই জমির ধানের চারা নষ্ট করে তাদের দখলে নেয়ার চেষ্টা করেন। এতে মানিকের লোকজন বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।