মেহেরপুর জেলা কারাগারে নাজমা খাতুন নামে এক নারী কয়েদি গলায় গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা পুলিশ।
মঙ্গলবার ভোরে কারাগারের মহিলা ওয়ার্ডের বাথরুমের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নাজমা খাতুন সদর উপজেলার কামদেবপুর গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী।
মেহেরপুর কারাগারের জেল সুপার মোখলেছুর রহমান জানান, নাজমা খাতুন নিজের মেয়েকে হত্যার অভিযোগে গত জুলাই মাস থেকে কারাগারের মহিলা ওয়ার্ডে বন্দি ছিলেন।
মঙ্গলবার সকালে মহিলা ওয়ার্ডের এক নারী কয়েদি বাথরুম গেলে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাজমা খাতুনের মরদেহ ঝুলে থাকতে দেখেন।
পরে কারা পুলিশ তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে চারটার দিকে পরিবারের কাছে নাজমার মরদেহ হস্তান্তর করা হয়েছে।