কক্সবাজার শহরে বাজার তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
ইমরান হোসাইন জানান, শহরের হাসপাতাল রোড এলাকার আল-মদিনা ভাত ঘরকে সাত হাজার টাকা, ফুয়াদ আল খতীব হাসপাতালের ক্যান্টিনকে ২০ হাজার টাকা ও সদর হাসপাতালের ক্যান্টিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, বয়-বাবুর্চির মাস্ক ব্যবহার না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে।
ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, দাম বেশি না রাখা ও অনুমোদনবিহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেন তিনি।অভিযানে অংশ নেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৪ এর সদস্যরা।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার তদারকি অব্যাহত রাখবে বলে জানান সহকারী পরিচালক ইমরান হোসাইন।