বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কষ্টিপাথরের মূর্তিসহ তিন পাচারকারী গ্রেফতার

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১৮:২০

র‍্যাব জানিয়েছে, সোমবার রাতে গোপন সংবাদে রাণীনগর উপজেলার বড়গাছা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৩৮০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের গনেশ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

নওগাঁর রাণীনগর উপজেলায় কষ্টিপাথরের গণেশ মূর্তিসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়গাছা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার করা ব্যাক্তিরা হলেন-রাণীনগর উপজেলার ভারনা গ্রামের আব্দুর রশিদ, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সাগর পাড়া গ্রামের ওমর ফারুক ও দুর্গাপুর থানার গোপীনাথপুর গ্রামের ফারুক হোসেন।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে গোপন সংবাদে রাণীনগর উপজেলায় বড়গাছা গ্রামে অভিযান চালায় র‍্যাব। অভিযানে একটি কষ্টিপাথরের গনেশ মূর্তি ও তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। মূর্তিটির ওজন ৩৮০ কেজি ও মূল্য আনুমানিক ৭৫ কোটি টাকা।

এ সময় তাদের কাছ থেকে মূর্তি পরীক্ষার ৬৭টি এসিড নজলস, ৪টি হ্যান্ড গ্লাভস, ১টি ছোট আয়না, ৪টি মোবাইল সেট, ৫টি সীমকার্ড, ১টি মেমোরী কার্ড এবং চার হাজার ৬৫ টাকা জব্দ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, ‘জিজ্ঞাসাবাদে পাচারকারীরা স্বীকার করেছেন তারা অনেক দিন ধরে নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে এ রকম প্রত্নতাত্তিক নিদর্শন অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন।

সোমবার রাতেই তাদের বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর