চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাসায় মজনু হোসেন নামের এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার টোরাগড় থেকে মজনুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গাড়িচালক ছিলেন।
মজনুর মা রুপবানু জানান, রাতের খাবার খেয়ে তিনি ও তার ছোট ছেলে মফিজের বৌ মাহমুদা ঘুমিয়ে পড়েন। মফিজ দেশের বাইরে থাকেন। আর মজনু অবিবাহিত। গভীর রাতে অপরিচিত দুই ব্যক্তি ঘরে ঢুকে তার ও মাহমুদার হাত-পা বেঁধে ফেলেন। তারা মজনুর ঘরে যান। পরে তাদের সঙ্গে আরেক জন যোগ দেন।
মজনুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়। এরপর ওই তিন জন ঘরের জিনিসপত্র তছনছ করে মূল্যবান জিনিস নিয়ে যান।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তদন্তে পুলিশের সঙ্গে চাঁদপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যোগ দিয়েছে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস নিউজবাংলাকে জানান, কীভাবে দরজা খোলা হলো বা ঘটনা ঘটল এখনও বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে প্রাথমিকভাবে মজনুর মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।