চুয়াডাঙ্গার জীবননগরের উথুলী শাখার সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত ডাকাতি হওয়া আট লাখ ৮২ হাজার ৯০০ টাকার মধ্যে উদ্ধার করা হয়েছে পাঁচ লাখ ৩ হাজার টাকা।
গ্রেফতার করা ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সাফাতুজ্জামান রাসেল, মোহাম্মদ রকি, মোহাম্মদ হৃদয় ও মাহাফুজ আহমেদ আকাশ। এদের মধ্যে মূল পরিকল্পনাকারী সাফাতুজ্জামান রাসেল।
তাদের মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
তিনি জানান, ভারতীয় সনি টিভির সিরিয়াল ক্রাইম পেট্রল দেখে এই চার জন ব্যাংক ডাকাতিতে উদ্বুদ্ধ হন। সে অনুযায়ী তারা প্রশিক্ষণও নেন। পরিকল্পনা অনুযায়ী অনলাইন মার্কেট প্লেস দারাজ থেকে সংগ্রহ করেন খেলনা পিস্তল। ডাকাতি শেষে দলনেতা রাসেল পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার ভোরে তার নিজ এলাকা জীবননগর উপজেলার দেহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযান চালিয়ে অন্য তিন জনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এপি জাহিদুল ইসলাম আরও জানান, গ্রেফতার করা ব্যক্তিদের বাড়ি থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি পিপিই, এক জোড়া হ্যান্ডগ্লাভস, দুইটি হেলমেট, একটি খেলনা রিভলবার, একটি খেলনা পিস্তলের ভাঙ্গা অংশ, দুইটি চাপাতি, দুইটি মোটরসাইকেল, একটি ল্যাপটপও উদ্ধার করেছে পুলিশ।
গত ১৫ নভেম্বর বেলা ১টার দিকে জীবননগর উথুলী সোনালী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় খেলনা পিস্তলের ভয় দেখিয়ে জিম্মি করে আট লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।