মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। হাতের শাঁখা দেখে ধারণা করা হচ্ছে তিনি হিন্দু ধর্মাবলম্বী। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
হবিগঞ্জের খোয়াই নদীর কিবরিয়া ব্রিজের নিচ থেকে নারীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী।
ওসি মাসুক আলী নিউজবাংলাকে জানান, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। হাতের শাঁখা দেখে ধারণা করা হচ্ছে তিনি হিন্দু ধর্মাবলম্বী। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, উজান থেকে ভেসে এসেছে এই মরদেহ। কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।