চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে পড়ে থাকা বিভিন্ন ধরনের পণ্যের ৭৫ লট নিলামে তোলা হচ্ছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের তত্ত্বাবধানে ২১ ডিসেম্বর এই নিলাম হবে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার ফয়সাল বিন রহমান জানান, ২০ ডিসেম্বর পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন নিলামে অংশগ্রহণকারী।৭৫ লট পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, গার্মেন্ট ফেব্রিক্স, এক্সেসরিজ, ইলেক্ট্রনিক্স ও বৈদ্যুতিক সরঞ্জাম, পেপার সামগ্রী, হার্ডওয়্যার, টেক্সটাইল পণ্য, মেশিনারিজ, সিরামিক আইটেমস, অ্যানিমেল ফিড।
নিলামে অংশগ্রহণকারীরা অফিস চলাকালে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখা ও নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম কর্পোরেশনের মাঝিরঘাটের অফিস থেকে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন।ঢাকার কাকরাইলে শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার (সদর) কার্যালয় থেকেও মূল্য পরিশোধ করে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন।
নিলামের দরপত্র ২১ ডিসেম্বর দুপুর ২টার পর্যন্ত চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তার (প্রশাসন) কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ও ঢাকার কাকরাইলে শুল্ক আবগরী ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার (সদর) কার্যালয়ে জমা দেয়া যাবে।
২১ ডিসেম্বের বেলা আড়াইটায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হবে। নিলাম সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ দরদাতাদের অনুকূলে পণ্য বিক্রির অনুমোদন দেবেন নিলাম কমিটির সদস্যরা।
চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার ফয়সাল জানান, আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে সরবরাহ নিতে হয়। না নিলে তাকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেয়ার ১৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টমস। এছাড়া মিথ্যা ঘোষণায় জব্দ পণ্যও নিলামে তোলা যায়।