বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষক কাদিরের বঙ্গবন্ধু

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ২১:৫৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা এবং জাতীয় ফুল শাপলার আদলও তিনি দিয়েছেন লাল শাক আর সরিষা গাছ বুনে।

মুজিববর্ষ উপলক্ষে ফসলের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি তৈরি করেছেন ময়মনসিংহের আবদুল কাদির নামের এক কৃষক।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা এবং জাতীয় ফুল শাপলার আদলও তিনি দিয়েছেন লাল শাক আর সরিষা গাছ বুনে।

ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া খালবলা গ্রামের তারা মিয়ার ছেলে কাদির জানিয়েছেন, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই তার জন্মশতবর্ষে এভাবে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন তিনি।

নিজের জমিতে এভাবে ভালোবাসার প্রতীক চিহ্ন তৈরি করে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় এসেছিলেন আব্দুল কাদির। দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয় তার এমন কর্ম।

আবদুল কাদির এবার মুজিববর্ষ উপলক্ষে নিজের জমিতে লাল শাক ও সরিষা দিয়ে এসব আদল তৈরি করেছেন। তার এই শৈল্পিক ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ।

আবদুল কাদির জানান, গত ১ ডিসেম্বর নিজের ৩৩ শতক জমিতে পাড়া খালবলা বন্ধু মহল ক্লাবের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ আর নৌকার প্রতিকৃতি বানান। দিন যত যাচ্ছে, ফসলের চারা বড় হওয়ার সঙ্গে চিত্রটিও আরও ভালোভাবে ফুটে উঠছে।

তিনি জানান, মুজিববর্ষে বিজয় দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি সবার শ্রদ্ধা ছড়িয়ে দিতে ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন। এতে ফসল দিয়ে তার আর্থিক লাভ না হলেও মানসিক তৃপ্তি পেয়েছেন।

পাড়া খালবলা বন্ধু মহল ক্লাবের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম সোহেল বলেন, ‘মুজিববর্ষে বঙ্গবন্ধুর চেতনা আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এমন শিল্পকর্ম করা হয়েছে।’

ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার কৃষক আবদুল কাদিরের প্রশংসা করে বলেন, ‘মুজিববর্ষ ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ফসলের মাঠে শৈল্পিক ছোঁয়ায় কৃষক আবদুল কাদির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা, নৌকা ও মুজিব শতবর্ষ তৈরি করেছেন; যা প্রশংসার দাবিদার।’

এ বিভাগের আরো খবর