মারধর করে ও পিস্তল ঠেকিয়ে বরিশালে এক কাঠ ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বরিশালের মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহম্মেদ জুয়েলের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার বরিশাল রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কাঠ ব্যবসায়ী রাহুল চৌধুরী। এর প্রায় এক সপ্তাহ আগে মুলাদী থানাও লিখিত অভিযোগ দেয়া হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তেরচর এলাকার রাহুল চৌধুরীকে দিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের মাদক বিক্রিতে বাধ্য করান। এতে রাহুলের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। একপর্যায়ে রাহুল পরিবারের পরামর্শে কাঠের ব্যবসায় মনযোগী হন। তবে এতে জোবায়ের ক্ষুব্দ হন। এই প্রেক্ষাপটে ২৬ অক্টোবর রাতে রাহুলকে বাসা থেকে ডেকে জুয়েলের অফিসে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে পিস্তল ঠেকিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যান জোবায়ের।
রাহুল নিউজবাংলাকে জানান, ‘মুলাদী থানায় লিখিত অভিযোগ দিলে জোবায়ের আমাদের বাসার সামনে এসে প্রাণনাশের হুমকি দেন।’
জানতে চাইলে ছাত্রলীগ নেতা জোবোয়ের বলেন, ‘অভিযোগকারী এক জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় বাধা দেয়ায় এখন নানান জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আরও খতিয়ে দেখা হচ্ছে।