বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১৯:৪১

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন ওই তিন যুবক। তারা সবাই পার্শ্ববর্তী পাড়ার বাসিন্দা। ধর্ষণের পর কিশোরীকে গলা টিপে হত্যা করেন তারা।’

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদাদলত।

সেই সঙ্গে এ রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমাবার দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মহং আবু তাহের এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, রুমেন্দ্র ত্রিপুরা (২১) ত্রিরন ত্রিপুরা (২০) ও কম্বল ত্রিপুরা (১৯)। এদের মধ্যে কম্বল ত্রিপুরা পলাতক আছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো বলেন, ‘২০১৯ সালে ১৩ মে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন ওই তিন যুবক। তারা সবাই পার্শ্ববর্তী পাড়ার বাসিন্দা। ধর্ষণের পর কিশোরীকে গলা টিপে হত্যা করেন তারা।’

তিনি আরও জানান, প্রতিবেশীরা পুলিশকে ঘটনাটি জানালে, পুলিশ এসে কিশোরীর মরদেহ উদ্ধার করে এবং দুই আসামিকে আটক করে।

পরে ওই কিশোরীর মা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ২৮ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় ২২ জন স্বাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

এ রায়ে ওই কিশোরীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এ বিভাগের আরো খবর