কুমিল্লার লালমাইয়ে বাসচাপায় মমিনুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার পেরুল ইউনিয়নের হরিশ্চর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমিনুল উপজেলার পশ্চিম পেরুল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে হরিশ্চর বাজার এলাকায় যাচ্ছিলেন মমিনুল। এ সময় হরিশ্চর বাজার এলাকায় আল-বারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনুলের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন। তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।