রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
দণ্ডিতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চর শিবরামপুর এলাকার মিলন মোল্লা ও একই এলাকার রেজাউল প্রামানিক।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ওই শিশু বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। এ সময় মিলন মোল্লা ও রেজাউল প্রামানিক তাকে ধর্ষণ করেন। পরেরদিন শিশুটি অসুস্থ হলে তার মাকে ঘটনাটি জানায়।
২ ফেব্রুয়ারি ওই শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণ মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। মামলার দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী উমা সেন জানান, এ রায়ে শিশুর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।