মানিকগঞ্জে ধানের শীষের মেয়র প্রার্থীর ক্যাম্প ভাঙচুর ও পোষ্টার ছেড়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন বিএনপি মেয়র প্রার্থী মো.আতাউর রহমান আতা।
রোববার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পত্রে জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে শহরের বিএনপির কার্যালয়ের পাশেই নির্বাচনী ক্যাম্প করেন ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো.আতাউর রহমান আতা। কিন্তু রোববার রাতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদ প্রার্থী মো. রমজান আলীর কর্মীরা বিএনপির মেয়র প্রার্থীর ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছিড়ে ফেলে।
এ ছাড়াও বিভিন্ন স্থানে নৌকার কর্মীরা ধানের শীষ কর্মীদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছেন বলে অভিযোগ পত্রে বলা হয়।
অভিযোগ অস্বীকার করে রমজান আলী বলেন, ‘ধানের শীষ প্রতীকের কর্মীরাই তাদের ক্যাম্প ভাঙচুর করেছে। আমাদের কোন কর্মী কাউকে ভয়ভীতি দেখানো ও ভাঙচুরের সঙ্গে জড়িত না। নির্বাচনে নৌকার অবস্থান খারাপ করার জন্য ধানের শীষের কর্মীরা এমন কাজ করেছেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ক্যাম্প ভাঙচুর ও পোষ্টার ছেড়া এবং বিএনপির কর্মী সর্মথকের ভয়ভীতি দেখানোর বিষয়ে আতাউর রহমান অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হবে এবং যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’