বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘চাঁদা না দেয়ায়’ সাবেক মেয়রের ওপর হামলা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৮

তাকে মোটরসাইকেল করে শহরের দক্ষিণ নড়াইল শ্মশানের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তখন তিনি মোটরসাইকেল থেকে লাফ দেন ও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্বজনদের ফোনে খবর দিলে তারা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

চাঁদা না দেয়ায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র খান মো. কবির হোসেনের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার রাতে নড়াইল সদর উপজলোর মুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি আহত খান মো. কবির নিউজবাংলাকে বলেন, ‘মুলিয়া গ্রামে আমার কয়েকটি মাছের ঘের রয়েছে। ব্যবসার কাজে আমি রোববার বিকেলে মুলিয়া বাজারে ছিলাম। এ সময় পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সাধন বিশ্বাস (৩৫), তুষার শেখ (৩৫), মথুরাপুর গ্রামের রিংকু সাহা কথা বলার জন্য আমার ঘেরে নিয়ে যায়। তারা আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চায়। টাকা দিতে না চাইলে তারা পিস্তলের বাট দিয়ে আমার মাথা, মুখে কয়েকবার আঘাত করে।’

সাবেক মেয়র জানান, তাকে মোটরসাইকেল করে শহরের দক্ষিণ নড়াইল শ্মশানের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তখন তিনি মোটরসাইকেল থেকে লাফ দেন ও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্বজনদের ফোনে খবর দিলে তারা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সাধন, রিংকু এবং তুষার হামলা চালানোর কথা অস্বীকার করেন।

নড়াইল জেলার অতরিক্তি পুলিশ সুপার (এএসপি) শেখ ইমরান বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর