শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজশাহী মহানগর আওয়ামী লীগ রোববার সন্ধ্যায় কুমারপাড়ার দলীয় কার্যালয় থেকে মোমবাতি প্রজ্জ্বালন করে একটি আলোর মিছিল করে। মিছিল শেষে রাজশাহী কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেখানে শহিদদের স্মরণ করে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, বিজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশবরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশ যেন কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে না পারে, এজন্য এই ঘৃন্য হত্যাকাণ্ড চালানো হয়।
তিনি আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আইনজীবী আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু প্রমুখ।