ভোলার দৌলতখান উপজেলায় এক হাজার ২০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার চর খলিফা ইউনিয়নের রাধাবল্লভ এলাকার মৎস্যঘাট থেকে এ ডিজেল জব্দ করা হয়। তবে জড়িত কাউকে আটক করা যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলাল রহমান জানান, গোপন খবরে পুলিশের একটি দল চর খলিফা ইউনিয়নের রাধাবল্লভ মৎস্যঘাটে অভিযান চালায়। সেখানে ছয়টি বড় ব্যারেল ভর্তি এক হাজার ২০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। চোর চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
ওসি আরও জানান, জব্দ করা তেল থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দৌলতখানের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চক্র মেঘনা নদীর কার্গো-জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল, পেট্রোল, সয়াবিন নামিয়ে বিক্রি করে আসছে।