বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোবাইলে প্রেমের ফাঁদ, ডেকে বিবস্ত্র করে ভিডিও

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ২০:২০

আসামি বুলবুলি বেগমের মাধ্যমে বিভিন্ন লোকজনকে ফোনে কথা বলে প্রেমের ফাঁদে ফেলা হতো। এরপর তাদের কৌশলে বাসায় নিয়ে আটকে রেখে বিবস্ত্র করে ছবি ও ভিডিও করা হতো।

মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বাসায় ডাকা হতো। এরপর আটকে রেখে বিবস্ত্র করে ভিডিও করে সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেয়া হতো লাখ লাখ টাকা। এমন একটি প্রতারক চক্রের আট জনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সরস্বতীপুর পুকুরপাড়া গ্রামের বুলবুলি (২৩), নওগাঁর আত্রাইয়ের মধু গুড়নই গ্রামের বাহাদুর শেখ (৩৮), তার স্ত্রী মুক্তা খাতুন (৩৮), চকবাড়িয়া বাউস্থাপাড়া গ্রামের ইদ্রিস আলী (৪৫), কাশিয়াপাড়া গ্রামের আল আমিন, নবারের তাম্বু গ্রামের মুন্নি বিবি (২৮), সদর উপজেলার বাচাড়ীগ্রাম সোনারপাড়ার এনামুল হক এবং মান্দা উপজেলার জামদই গ্রামের শরিফুল ইসলাম (২২)।

রোববার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া চক্রটির প্রতারণার কৌশলগুলোর কথা জানান।

তিনি জানান, শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার হাফেজ উদ্দিন কবিরাজের পুত্র টিটুর বাসায় ভাড়া থেকে আসামি বুলবুলি বেগমের মাধ্যমে বিভিন্ন লোকজনকে ফোনে কথা বলে প্রেমের ফাঁদে ফেলা হতো। এরপর তাদের কৌশলে বাসায় নিয়ে আটকে রেখে বিবস্ত্র করে ছবি ও ভিডিও করা হতো। পরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চক্রটি টাকা আদায় করতো।

পুলিশ সুপার জানান, শনিবার দুপুরে আত্রাই থানার বান্দাইখাড়া বাজার এলাকার নাসির উদ্দিনকে ওই বাড়িতে ডেকে নেয় প্রতারকরা। তকে আটক রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে নাসির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা মুক্তিপণ দিতে রাজি হয়। এরপর নাসিরের বাবা পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করলে সেই বাসায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে একই বাসা থেকে আরেকটা অভিযোগের চুরি যাওয়া একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও আবু সাঈদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ও ওসি তদন্ত অফিসার ফয়সাল বিন আহসান, ওসি অপারেশন তাজমিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর