জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের উজিরপুরে খলিল সিকদার হত্যা মামলায় এক জনকে আমৃত্যু ও আরেক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বরিশালের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান, দণ্ডিতদের মধ্যে উজিরপুরের দক্ষিণ কুড়ালিয়া এলাকার বাবুল শেখকে আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং মশাং এলাকার আবদুল হান্নান খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন মামলার অন্য আসামিরা।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৯ সালের ৭ এপ্রিল রাতে উপজেলার মশাং এলাকার মণ্ডল বাড়ির পাশে সিকদারকে ডেকে নিয়ে যায় দণ্ডিতরা। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় পর দিন নিহত খলিলের স্ত্রী ছাহেরা খাতুন ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
অনুসন্ধান শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশিট দেন। ২৮ জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত ওই দুই জনকে সাজা দেয়।