রাজধানীর উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে চিত্রশাইলের কাঁঠালতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র্যাবের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
আটক ১২ জন হলেন জাহিদ হাসান, সোনা মিয়া, রেজাউল শেখ, মো. উজ্জল, আবদুল তাহের, মো. নবাব, মো. আশরাফুল, ফজলুর রহমান, মো. রাসেল, নাইম ইসলাম, নাজিম হোসেন ও মো. ফরিদ। তারা সবাই আশুলিয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, আশুলিয়ার ওই এলাকায় একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসাচ্ছে বলে তাদের কাছে তথ্য ছিল। পরে র্যাব-৪ এর উপপরিচালক মেজর এএইচএম আদনান তফাদারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেফতার করে।
ঘটনাস্থল থেকে জুয়া খেলার তিন সেট কার্ড, ১৪টি মোবাইল ফোন ও ২২ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়া নিউজবাংলাকে জানান, রোববার সকালে ওই জুয়াড়িদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। ঢাকার মুখ্য বিচারিক আদালতের মাধ্যমে রোববার তাদের কারাগারে পাঠানো হবে।