নাটোর রেলওয়ে স্টেশন প্ল্যাটফরম এলাকায় পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন কর্তৃপক্ষের ধারণা নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রেল স্টেশন প্ল্যাটফরমের দক্ষিণ পাশে ডাবতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পার্বতীপুর থেকে খুলনাগামী ওই মালবাহী ট্রেনটি নাটোর স্টেশন প্ল্যাটফরম অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি ট্রেনে কাটা পড়েন। তার বয়স আনুমানিক ৫০ বছর।
ওই ব্যক্তিকে বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।