হবিগঞ্জের নবীগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের এক জনের কাছ থেকে আট লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে আটকের পাশাপাশি টাকা উদ্ধার করে। পরে ব্যবসায়ীর করা অভিযোগকে মামলা হিসেবে নিয়ে দুই জনকে গ্রেফতার দেখায় পুলিশ।
গ্রেফতার দুই জন হলেন নবীগঞ্জের মোস্তফাপুর গ্রামের নুরুল আমীন ও দিঘীরপাড় গ্রামের আক্তার মিয়া।
পুলিশের ভাষ্য, নবীগঞ্জ উপজেলার লালাপুর গ্রামের প্রয়াত সুনফর উল্লার ছেলে আজিম উদ্দিন ইনাতগঞ্জ বাজারে রেদোয়ান টেলিকমের স্বত্বাধিকারী। গত শুক্রবার রাত ১১টার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন আজিম। এ সময় সঙ্গে থাকা একটি ব্যাগে ১০ লাখ টাকা ছিল বলে দাবি তার।
তিনি দিঘীরপাড় গ্রামের ঈদগাঁহর কাছে পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারীরা পেছন দিক থেকে আঘাত করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, এ বিষয়ে শনিবার সকালে আজিম উদ্দিন নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত ৮টার দিকে প্রথমে নুরুল আমীনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দিঘীরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে আক্তার মিয়াকে রাত ৯টার দিকে আটক করে। সেখান থেকে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুদ্দিন খাঁন বলেন, আটক দুই জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যবসায়ীর দাবি করা বাকি দুই লাখ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।