কুমিল্লার বরুড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ছয়টার দিকে পৌরসভা এলাকার কালিঞ্জিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষক মো. তালহা (৩০) বরুড়া পৌরসভা এলাকার বাসিন্দা।
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) আলহাজ্ব হযরত মাওলানা নোমান জানান, মো. তালহা ওই মাদ্রাসার প্রাথমিক শাখার সহকারী শিক্ষক। রাতে তিনি ভবানীপুরে শ্বশুরবাড়িতে ছিলেন। ভোরে ফজরের নামাজ পড়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।
বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম নিউজবাংলাকে জানান, মাটি পরিবহন করার ট্রাক্টরের সঙ্গে মো. তালহার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টর ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ।
মরদেহ বরুড়া থানায় আছে। নিহত মো. তালহার পরিবারে মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।