লালমনিরহাটে পিকআপ ট্রাকের ধাক্কায় হরিপদ (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন মানঞ্জিত কুমার মানিক (৪০) নামে আরও এক শিক্ষক।
নিহত হরিপদ মাষ্টার ও আহত মানিকের বাড়ি কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বাজার এলাকায়।
নিহত হরিপদ স্থানীয় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মানিক নীলফামারীর একটি শিশুকল্যাণ স্কুলের শিক্ষক।
জানা গেছে, শনিবার বিকেলে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে এক বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন হরিপদ ও মানিক। পথে সাপ্টিবাড়ী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে হরিপদ পিকআপের চাকার নিচে চলে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আহত মানিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তা অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।