গোপালগঞ্জে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোপীনাথপুরে এ ঘটনা ঘটে।
হামিদুল শরীফ (৪২) নামে ওই ব্যক্তি গোপীনাথপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি শরীফ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে সাতটার দিকে হামিদুল শরীফ গোপীনাথপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় গোপীনাথপুর স্কুলের সামনে মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
তিনি বলেন, 'গুলির শব্দে স্থানীয়রা এসে হামিদুলকে হাসপাতালে নিয়ে যায়। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।