পাবনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখকে হত্যার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট এবং চারটি বাড়ি ও একটি গুদামে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শনিবার দুপুরে বকুল শেখের মরদেহ আরিফপুর গোরস্তানে দাফন করা হয়। এরপর ফেরার পথে শহরের অনন্ত মোড় এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। তা ছাড়া চারটি বাড়ি ও একটি গুদামে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় ইটপাটকেলে পুলিশের তিন সদস্য আহত হন। পরে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় ফারায় সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম নিউজবাংলাকে জানান, গোরস্তান থেকে ফেরার পথে দুস্কৃতকারীরা লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও আগুন দেয়ার এ ঘটনা ঘটিয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় শহরের অনন্ত মোড় এলাকায় দোগাছি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
শনিবার রাত পৌনে আটটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।