‘মুক্তিযুদ্ধের চেতনায় যখন সারা দেশ উদ্ভাসিত, তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে রাজাকার, আল-বদরদের প্রেতাত্মারা। তারা জানে না বঙ্গবন্ধু একটি আদর্শ, একটি প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।’
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের ২৫ কিলোমিটার খননকাজ উদ্বোধন অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই বাংলাদেশ মর্যাদার জায়গায় চলে গেছে। এ মর্যাদার জায়গাটি ধরে রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদী দিয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নৌপথের দূরত্ব ১২৫ কিলোমিটার। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে নাব্য সংকট নেই। মেঘনা (লোয়ার) নদীতে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় কিছু স্থানে নাব্য সংকট রয়েছে।
বিআইডব্লিউটিএ মেঘনা (লোয়ার) নদীর চ্যানেলে ২৫ কিলোমিটার নৌপথ খনন করবে। এ বছরের ডিসেম্বরে শুরু হয়ে ২০২২ সালের ডিসেম্বরে খনন শেষ হবে। দুই বছরে ৩১ লাখ ঘনমিটার খননকাজে ব্যয় হবে ৫০ কোটি টাকা। খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং বিআইডব্লিউটিএর নিজস্ব ড্রেজার দিয়ে খনন সম্পন্ন হবে।